ভিডিও শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:০১ বিকাল

বগুড়ার শেরপুরে ৩ বিঘা জমির আলুর গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

বগুড়ার শেরপুরে ৩ বিঘা জমির আলুর গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে তিন বিঘা জমির আলু গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে দেড় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষক জাহাঙ্গীর আলম। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপর এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইলচাপর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম এবার প্রায় ১শ’ বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। বর্তমানে আলুর গাছগুলোর বয়স ৩০ দিন। সাধারণত ৮০ থেকে ৯০ দিনের মধ্যে ফলন পাওয়া যায়।

ইতিমধ্যে বিঘা প্রতি প্রায় ৪০ হাজার টাকা করে খরচ করে ফেলেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে দিনমজুর নিয়ে আলুর গাছ বেঁধে দেওয়ার জন্য জমিতে গিয়ে দেখতে পান, তার ৩ বিঘা জমির আলুর গাছ উপড়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন

কৃষক জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ডিপ টিউবওয়েল নিয়ে একই এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মাসুদ রানার সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। ইতিপূর্বে স্থানীয়রা তাকে সতর্ক করেছিলেন যে মাসুদ রানা তার ক্ষতি করতে পারে। সেই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরো বলেন, তিন বিঘা জমিতে তার বিনিয়োগ ছিল প্রায় দেড় লাখ টাকা। ফলন ভালো হলে তিনি প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার আলু বিক্রি করতে পারতেন। কিন্তু ফসল ঘরে তোলার আগেই দুর্বৃত্তদের এমন তাণ্ডবের শিকার হলেন তিনি। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, এ ঘটনায় গতকাল পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৩ বিঘা জমির আলুর গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

ভারতের ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পেলেন বৈভব সূর্যবংশী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ভোটাধিকার ও গণভোটের বার্তা নিয়ে সাতক্ষীরায় নেমেছে ‘ভোটের গাড়ি’

তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

বাড়ির ছারপোকা দূর করার উপায়