ভিডিও শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০১:০২ দুপুর

পটুয়াখালীর দুমকিতে টমটম-অটোবাইক সংঘর্ষে শিশুসহ নিহত ২

পটুয়াখালীর দুমকিতে টমটম-অটোবাইক সংঘর্ষে শিশুসহ নিহত ২

পটুয়াখালীর দুমকিতে টমটম ও অটোবাইকের মধ্যে সংঘর্ষে অটোবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ যাত্রী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দুমকি-বাউফল সড়কের রাজাখালি শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোবাইক যাত্রী রবিউল (৬) ও ইব্রাহীম (৫৫)। নিহত শিশু রবিউলের বাড়ি পার্শ্ববর্তী বাউফল উপজেলার ঝিলনা এবং ইব্রাহীমের গ্রামের বড়ি কলতা এলাকায়। আর আহতরা হলেন- মো. সুমন সর্দার (২৫) ও আবদুল কাদের (৫০)। ‍তাদের গ্রামের বাড়ি বাউফলের ঝিলনা ও কলতা এলাকায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, লিঙ্করোড থেকে দ্রুতবেগের মালামাল পরিবহনের স্যালো ইঞ্জিনচালিত টমটমের সঙ্গে দ্রুত গতিতে আসা অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইক উল্টে গেলে শিশুসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

আহত ২ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর কাজ করছে পুলিশ।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল করে মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীর দুমকিতে টমটম-অটোবাইক সংঘর্ষে শিশুসহ নিহত ২

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩

সাত জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

আফগানদের হারিয়ে তৃতীয় বাংলাদেশ

বিপিএল শুরুর আগমুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন নান্নু

ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৮