ভিডিও বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় ৩ জন গ্রেফতার

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় ৩ জন গ্রেফতার

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ন্ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন ধুলিহর সানাপাড়ার ইমান আলীর ছেলে রহমত আলী (৪৩), ফয়েজ আলীর ছেলে আশিকুজ্জামান (২৫) এবং জিহাদ আলীর ছেলে ইমদাদুল ইসলাম (২৭)।

সাতক্ষীরা সদর থানার ওসি মুহা. মাসুদুর রহমান জানান, নেহালপুর এলাকার হাজীখালী গেট থেকে শালিখাডাঙ্গা পর্যন্ত নদীর দুই তীর থেকে অবৈধভাবে মাটি-বালু উত্তোলন করছিল আসামিরা। পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ঘটনাস্থলে গেলে তাকে হুমকি দেওয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে একটি মাটি ভর্তি ট্রলি ও আসামি কিসমত আলীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

আরও পড়ুন

এ সংবাদ পেয়ে অন্যান্য আসামিরা পুলিশ ফাঁড়িতে হামলা চালায়, ভাঙচুর করে এবং আটককৃত আসামি ও ট্রলি ছিনিয়ে নেয়। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় ৩ জন গ্রেফতার

সিরাজগঞ্জের বাঘাবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

বড়দিনের বার্তায় ‘পুতিনের মৃত্যু’ কামনা করলেন জেলেনস্কি !

সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী মিরাজ

নাটোরের বড়াইগ্রামে মানসম্মত পাটবীজ উৎপাদন

তারেক রহমানকে অভিনেতা শাওনের খোলা চিঠি