পঞ্চগড়ে ৪ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে কক্সবাজার থেকে আসা এস.এ পরিবহন থেকে চার হাজার ৮শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবুল কালামকে আটক করেছে ডিবি পুলিশ। তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের আরাজি গাইঘাটা গ্রামে। গতকাল বুধবার রাতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম এস.এ কুরিয়ার সার্ভিসের আশেপাশে অবস্থান নেয়।
গোয়েন্দা তথ্য মোতাবেক পেশাদার মাদক ব্যবসায়ী আবুল কালাম একটি সাদা ব্যাগসহ কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে বের হলে ডিবি পুলিশের টিম তাকে হেফাজতে নেয়। পরে ব্যাগটি ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সম্মুখে তল্লাশি করে একটি কার্টুন উদ্ধার করে ডিবি পুলিশ।
কার্টুনটি খুলে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেটের মধ্যে ৩০টি নীল রঙের পলিথিনে সর্বমোট চার হাজার ৮শ’ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
আরও পড়ুনআটককৃত আবুল কালামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও তার বিরুদ্ধে ২টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন

_medium_1766665311.jpg)



-694c5bff65c85_medium_1766660954.jpg)


