ভিডিও মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ রাত

জয়পুরহাটে দুটি আসনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জয়পুরহাটে দুটি আসনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জয়পুরহাট প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জয়পুরহাটের দু’টি আসনে বিএনপি, জামায়াত, এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ৮ ও জয়পুরহাট-২ আসনে ৬ জন প্রার্থী রয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
 
জয়পুরহাট-১ আসনে এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন-বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়েতের আমির ফজলুর রহমান সাঈদ ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সুলতান মো. শামসুজ্জামান, বাসদ’র ওয়াজেদ পারভেজ।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন-শহরের বুলুপাড়ার আকাম উদ্দিন মন্ডলের ছেলে জালাল উদ্দিন মন্ডল, সদর উপজেলার কড়ই পশ্চিমপাড়ার আব্দুল মান্নান মন্ডলের ছেলে আতাউর রহমান এবং জেলার পাঁচবিবি উপজেলার দানেজপুরের সাবেকুন নাহার সিখা, ছাতিনালী শিরট্টী এলাকার হাসান আকতারের ছেলে ঈসা আলেক।
 
জয়পুরহাট-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন-বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী, জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়েতের সহকারী সেক্রেটারি এসএম রাশেদুল আলম।
 
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন-বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ধানতলা গ্রামের হযরত আলীর ছেলে ও সাবেক ছাত্রনেতা আব্বাস আলী এবং কেন্দ্রীয় কৃষকদলের জলবায়ুবিষয়ক সম্পাদক ও আক্কেলপুর উপজেলার গনিপুর গ্রামের নায়েব উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম এবং গনিপুর গ্রামের আজিজার রহমানের ছেলে আমিনুর ইসলাম।
 
রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। এখন পর্যন্ত কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। এছাড়াও জেলার ভোটার সংখ্যা চূড়ান্ত হবে আগামী ২৫ ডিসেম্বর। তবে এখন পর্যন্ত ৮ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে দুটি আসনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত তিন হিন্দু পরিবারকে জামায়াতের সহায়তা

বগুড়ার‎ শাজাহানপুরে আ’লীগ লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার দেলসাদ হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

বগুড়ার বাগবাড়ির মানুষের উদ্বেগ: তারেক রহমান দেশে ফিরলে কী ঘটবে?

দিনাজপুরের হিলি স্থলবন্দর বাজারে পেঁয়াজের কেজি ৩০ টাকা