বগুড়ার দেলসাদ হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার : সিপিএসসি বগুড়া র্যাব-১২ এবং সিপিএসসি লালবাগ র্যাব-১০ এর যৌথ অভিযানে বগুড়ার সারিয়াকান্দির দেলসাদ আলী (৫১) হত্যা মামলার এজাহারনামীয় ৫নং আসামি আসাদুল খানকে (২২) ঢাকার লালবাগ ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২ সিপিএসসি বগুড়ার সদস্যরা গোপন সূত্রে জানতে পারে, আাসামি আসাদুল খান গ্রেফতার এড়াতে ঢাকা লালবাগ থানাধীন ইবনে সিনা হাসপাতাল এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসাদুল খান বগুড়ার সারিয়াকান্দি উপজেলার উত্তর শংকরপুর গ্রামের জারাল খানের ছেলে। তাকে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনউল্লেখ্য, গত ১২ নভেম্বর সারিয়াকান্দির উত্তর শংকরপুরে জমিজমা নিয়ে বিরোধ ও মরিচের চারা চুরি করাকে কেন্দ্র করে আসামিরা দেলসাদ আলীকে মারপিট ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ নভেম্বর সকাল ১০টার দিকে তিনি মারা যান। পরবর্তীতে তার স্ত্রী বাদি হয়ে সারিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন।
মন্তব্য করুন






_medium_1766503313.jpg)
