ভিডিও মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

ওদের হাত থেকে দিল্লিও কেড়ে নেব : মমতা ব্যানার্জি

ওদের হাত থেকে দিল্লিও কেড়ে নেব : মমতা ব্যানার্জি,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বিধানসভা নির্বাচনে বাংলায় জয় পেলে বিজেপিকে শূন্য করে দেবেন এবং তাদের হাত থেকে দিল্লিও কেড়ে নেবেন।

সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মীদের নিয়ে এক সভায় তিনি এ কথা বলেন। মমতা ব্যানার্জি বলেন, বিজেপি ভোটার তালিকা সংশোধনের নামে ষড়যন্ত্র করছে। কার নাম তালিকা থেকে বাদ যাবে, তা নাকি বিজেপি’র পার্টি অফিসে ঠিক করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। সংখ্যালঘু, আদিবাসী, তপশিলি, রাজবংশী ও মতুয়াসহ সব মানুষকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিজেপিকে ভোটের বাক্সে জবাব দিতে হবে।

আরও পড়ুন

মমতা আরও বলেন, ভোটার তালিকায় বাংলা ও ইংরেজি নামের বানানে অনেক ভুল রয়েছে। কোথাও পদবি বদলে গেছে, কোথাও বিয়ের কারণে নারীদের নাম বাদ পড়েছে। তিনি দাবি করেন, এসব অনিয়মের জন্য নির্বাচন কমিশনও দায়ী। সভা শেষে তিনি বলেন, যতই এসআইআর করুক, বাংলায় বিজেপি জিতবে না। ২০২৬ সালে বিজেপি ও সাম্প্রদায়িক শক্তির বিদায় হবে। আমার লড়াইকে সম্মান জানাতে হলে সবাইকে একসঙ্গে লড়তে হবে এবং জিততে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদের হাত থেকে দিল্লিও কেড়ে নেব : মমতা ব্যানার্জি

গাড়ি দুর্ঘটনার কবলে মেসির বোন

পথশিশুদের সাংবিধানিক অধিকার ও রাষ্ট্রের দায়বদ্ধতা 

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীতে আননন্দ মিছিল

প্লাস্টিকের অভিশাপ: প্রতিদিনের জীবনে বিষ