ভিডিও মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৭ দুপুর

গাড়ি দুর্ঘটনার কবলে মেসির বোন

গাড়ি দুর্ঘটনার কবলে মেসির বোন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির ছোট বোন মারিয়া সল যুক্তরাষ্ট্রের মায়ামিতে ট্রাক চালানোর সময় দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে এবং মেরুদণ্ডের কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তা-ই নয়, দুর্ঘটনার কারণে মারিয়ার বিয়ের দিন-তারিখও পেছানো হয়েছে। আগামী ৩ জানুয়ারি বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন এই খবর জানিয়েছে।

ক্লারিন জানিয়েছে, মারিয়া নিজেই তাদের এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। পাশাপাশি তার মা সেলিয়া এবং আর্জেন্টিনার সাংবাদিক ও টিভি উপস্থাপক আনহেল দি ব্রিতো সংবাদমাধ্যমটিকে দুর্ঘটনার খবরটি জানিয়েছেন। মারিয়া এখন বিপদমুক্ত। তবে আঘাত থেকে সুস্থ হয়ে উঠতে বেশ কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হবে। মেসির জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে এ বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত সফর শেষে ইন্টার মায়ামি তারকা মেসি এখন রোজারিওতে ছুটি উপভোগ করছেন। 

তার মা সেলিয়া জানিয়েছেন, মারিয়া এসইউভি চালানোর সময় একটি দেয়ালে ধাক্কা মারেন। এতে তার কবজির কিছু অংশ পুড়েছে, মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয় এবং গোড়ালি ভেঙেছে। রোজারিওর দক্ষিণাঞ্চলে লা বাজাদা অঞ্চলে থাকতে কৈশোর থেকে প্রেমে জড়িয়ে পড়েন মারিয়া ও হুলিয়ান। পারিবারিকভাবেও চেনাজানা আছে দুই পক্ষের। রোজারিওতে ছোটবেলায় মেসির ভাইদের সঙ্গে স্থানীয় ক্লাবে ফুটবল খেলেছেন হুলিয়ান। ২০১৭ সালে মেসির বিয়েতেও উপস্থিত ছিলেন তিনি।

আরও পড়ুন

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসির বোন হলেও সংবাদমাধ্যম এড়িয়ে চলেন মারিয়া। পেশায় তিনি ব্যবসায়ী এবং স্থায়ী আবাস রোজারিওতে। ফ্যাশন ডিজাইনিংয়ের পাশাপাশি মেয়েদের সাঁতারের পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড ‘বিকিনিস রিও-এর মালিক মারিয়া। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, হুলিয়ান এবং তার বিয়ে রোজারিওতেই অনুষ্ঠিত হওয়ার কথা। হুলিয়ানের কোচিং ক্যারিয়ার শুরু রোজারিও থেকে। ২০২৩ সালে ফ্লোরিডা ইউনাইটেড সকার লিগে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের সাউথ ডিভিশনের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়ি দুর্ঘটনার কবলে মেসির বোন

পথশিশুদের সাংবিধানিক অধিকার ও রাষ্ট্রের দায়বদ্ধতা 

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীতে আননন্দ মিছিল

প্লাস্টিকের অভিশাপ: প্রতিদিনের জীবনে বিষ 

ফিফা র‌্যাংকিং : শীর্ষে স্পেন, অপরিবর্তিত বাংলাদেশ