ভিডিও মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০২:৪৪ দুপুর

১১ বছর পর সুপার কাপ শিরোপা জয় নাপোলি’র

১১ বছর পর সুপার কাপ শিরোপা জয় নাপোলি’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সুপার কাপের ফাইনালে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে নাপোলি। ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক ছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার ডেভিড নেরেস।

জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দূরপাল্লার এক দৃষ্টিনন্দন শটে নাপোলিকে এগিয়ে নেন নেরেস। দ্বিতীয়ার্ধে বোলোনিয়া গোলরক্ষক ফেদেরিকো রাভালিয়ার দুর্বল পাস কেটে বল দখলে নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এর আগে এসি মিলানের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা সেমিফাইনালেও গোল করেছিলেন নেরেস। ফলে এবারের সুপার কাপে তার গোলসংখ্যা দাঁড়ালো তিনে। এটি নাপোলির তৃতীয় ইতালিয়ান সুপার কাপ শিরোপা। এর আগে তারা ১৯৯০ ও ২০১৪ সালে এই ট্রফি জিতেছিল। অর্থাৎ ১১ বছর পর তারা আবার সুপার কাপের শিরোপা জিতলো।

ম্যাচ শেষে নাপোলির কোচ আন্তোনিও কন্তে স্পোর্ট মেডিয়াসেটকে বলেন, ‘ছেলেরা অভিনন্দনের যোগ্য। তারা প্রমাণ করেছে এই ট্রফিটি তারা সমর্থকদের জন্য কতটা চাইছিল। এখন ক্যাবিনেটে নতুন একটি ট্রফি নিয়ে আমরা দারুণ একটি বড়দিন উদযাপন করব।’

আরও পড়ুন

উল্লেখ্য, ঐতিহ্যগতভাবে সিরিআ ও ইতালিয়ান কাপের চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজন করা হলেও, ২০২৩ সাল থেকে লিগ ও কাপের রানার্সআপ দলগুলোকেও ইতালিয়ান সুপার কাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। চার দলের এই টুর্নামেন্টটি ২০২৯ সাল পর্যন্ত সৌদি আরবে আয়োজনের চুক্তি রয়েছে। সিরিআ লিগে বর্তমানে শীর্ষে থাকা ইন্টার মিলানের থেকে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে নাপোলি। আগামী রোববার তারা লিগ ম্যাচে ক্রেমনেসের মাঠে খেলবে। অন্যদিকে বোলোনিয়া মুখোমুখি হবে সাসুয়োলোর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

ভেনেজুয়েলার পাশে চীন-রাশিয়া, হুঁশিয়ারি ট্রাম্পের

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

আমি আফগানিস্তানে রাস্তায় হাঁটতে পারি না, বুলেটপ্রুফ গাড়ি আছে : রশিদ খান

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

পুলিশ তার সর্বশক্তি দিয়ে নির্বাচন শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর : আইজিপি