২০২৬ সালের জুনে মূল্যস্ফীতি নেমে যাবে ৭ শতাংশের নিচে
সঙ্কোচনমূলক মুদ্রানীতি ও কৃচ্ছ্রসাধনের ফলে অর্থবছরের শেষ নাগাদ দেশের সার্বিক মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার।
সোমবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বাজেট ব্যয় নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ আশাবাদের কথা জানানো হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ মাসের গড় হিসাবে গত নভেম্বরে প্রথমবারের মতো সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো–এর তথ্যমতে, খাদ্যপণ্যের দাম বৃদ্ধির কারণে নভেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৩৬ শতাংশ হলেও খাদ্যবহির্ভূত খাতে তা কিছুটা কমেছে।
আরও পড়ুনবৈঠকে মজুরি পরিস্থিতিও আলোচনায় আসে। সরকার জানায়, সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি ও মজুরি প্রবৃদ্ধির ব্যবধান কমে এসেছে, ফলে প্রকৃত আয় হ্রাসের ধারা ধীরে ধীরে কাটবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া কৃষিতে ভালো ফলনের সম্ভাবনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, প্রবাসী আয় ও রপ্তানি-আমদানিতে ইতিবাচক প্রবৃদ্ধির তথ্য তুলে ধরে বলা হয়—দেশের অর্থনীতি ধীরে ধীরে ভারসাম্যপূর্ণ অবস্থায় ফিরছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







