ঢামেকে তরুণীর মরদেহ রেখে পালালেন স্বামী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অজ্ঞাতপরিচয় এক তরুণীকে (২২) অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়েছেন তার স্বামী পরিচয় দেওয়া এক ব্যক্তি। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় করে ওই নারীকে এনে জরুরি বিভাগের সামনে রেখে পালিয়ে যান তিনি। জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী জানান, দীর্ঘ সময় পড়ে থাকার পর টলিম্যানের মাধ্যমে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত নারীর থুতনির নিচে গলায় কালো দাগ পাওয়া গেছে।
আরও পড়ুনহাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রযুক্তির সহায়তায় নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








