ভিডিও রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৮ দুপুর

ইরানে নতুন হামলার পরিকল্পনা ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

ইরানে নতুন হামলার পরিকল্পনা ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উৎপাদন বাড়াচ্ছে-এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরাইল। এই পরিস্থিতিতে ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানোর পরিকল্পনা করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  

শনিবার (২০ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের বরাতে রয়টার্স জানায়, চলতি বছরের মাঝামাঝি ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় সম্প্রসারণ করছে বলে মনে করছে তেল আবিব। এনবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি কর্মকর্তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের চেষ্টাকে তাৎক্ষণিক হুমকি হিসাবে দেখছেন। একই সঙ্গে দেশটির পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র পুনর্গঠনের বিষয়েও উদ্বেগ রয়েছে।  

আরও পড়ুন

 সূত্রগুলো জানায়, ২৯ ডিসেম্বর ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এসব উদ্বেগ তুলে ধরতে পারেন নেতানিয়াহু। তিনি ট্রাম্পকে বোঝাতে চাইবেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ শুধু ইসরাইলের জন্য নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যও ঝুঁকিপূর্ণ। এ প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় আনতে পারেন নেতানিয়াহু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে নতুন হামলার পরিকল্পনা ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

কিইউদের অকল্পনীয় কীর্তিতে উইন্ডিজের সামনে অসম্ভবের পাহাড়

প্রথম পুরস্কার মাকে উৎসর্গ করলেন শাহরুখপুত্র! 

ভেনেজুয়েলার উপকূলে আবারও তেলবাহী ট্যাংকার জব্দ করলো যুক্তরাষ্ট্র

শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

ময়মনসিংহে দিপু চন্দ্রকে হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার