বগুড়ার সোনাতলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে (কার্যক্রম নিষিদ্ধ) স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানীকে (৩৬) গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের তেকানী গ্রামের ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে। পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে তেকানী চুকাইনগর কাচারী বাজার এলাকা থেকে আটক করে।
আরও পড়ুনসে গ্রেফতার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন বলেন, আটককৃত গোলাম রব্বানীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলা রয়েছে।
মন্তব্য করুন


_medium_1766245655.jpg)




