ভিডিও শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৩ বিকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবির ভর্তি পরীক্ষা দিতে এসে ভর্তিচ্ছুর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবির ভর্তি পরীক্ষা দিতে এসে ভর্তিচ্ছুর মৃত্যু

ঢাবি প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে মো. তাহেরুজ জামান আকাশ নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ দুপুর ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় -এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিট (লাইফ সাইন্স স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মো. তাহেরুজ জামান আকাশ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে অবস্থিত রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে পরীক্ষা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার পরপরই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “ভর্তি পরীক্ষা দিতে এসে ওই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম—এই চারটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এ বছর এই ইউনিটে মোট ২৮ হাজার ৯৬৮ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও বাস্তবে কতজন পরীক্ষার্থী অংশ নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভর্তিচ্ছু শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সহপাঠী ও সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবির ভর্তি পরীক্ষা দিতে এসে ভর্তিচ্ছুর মৃত্যু

বিমানবন্দর-যমুনাসহ ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন

সিঙ্গাপুর থেকে দেশের ওসমান হাদির মরদেহ

হাদির মরদেহ সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে, নেওয়া হবে ঢাবিতে: ইনকিলাব মঞ্চ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি নাগরিক সমাজের

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ