ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৯ রাত

জকসুর প্রার্থীতা ফিরে পেলেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস

জবি প্রতিনিধি : ডোপ টেস্টে পজিটিভ ফলাফলকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদপ্রার্থী অর্ঘ্য শ্রেষ্ঠ দাস।

তিনি জানান, দীর্ঘদিনের স্নায়ুতন্ত্রজনিত অসুস্থতার কারণে নিয়মিত সেবন করা ওষুধের ফলেই ডোপটেস্টে বেনজোডিয়াজেপাইন শনাক্ত হয়েছে। অর্ঘ্য শ্রেষ্ঠ দাস বলেন, তিনি ২০০২ সাল থেকে স্নায়ুতন্ত্রজনিত সমস্যায় ভুগছেন এবং বাংলাদেশ ও ভারতের অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা গ্রহণ করে আসছেন। এই চিকিৎসার অংশ হিসেবে তাকে প্রতিদিন নির্দিষ্ট কিছু ওষুধ সেবন করতে হয়।

তিনি আরও জানান, আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় ডোপ টেস্ট করানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে নিশ্চিত করেন যে, ডোপ টেস্টে পজিটিভ ফলাফলটি এসেছে বেনজোডিয়াজেপাইন শ্রেণিভুক্ত ওষুধের কারণে। পরীক্ষায় মদ, গাঁজা কিংবা অন্য কোনো মাদকদ্রব্যের উপস্থিতি পাওয়া যায়নি, সবকিছুই নেগেটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত Oxitol-300, Folison-5mg এবং Frisium-10mg নামের ওষুধ সেবন করেন। যা স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে ব্যবহৃত হয় এবং এসব ওষুধে বেনজোডিয়াজেপাইন উপাদান রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

ডোপ টেস্টকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলে এই জকসু প্রার্থী বলেন, “একটি গোষ্ঠী আমাকে ভোটের মাঠে হেয় করার উদ্দেশ্যে মাদক সংশ্লিষ্ট অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়েছে। তিনি আরও বলেন, আমি কোনো রাজনীতিবিদ নই, আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী। এই অপপ্রচারের মাধ্যমে শুধু আমাকে নয়, আমার পরিবার ও স্বজনদেরও সামাজিকভাবে অপমান করা হয়েছে।”

তিনি আরও বলেন, আমার অসুস্থতা কারও কাছে তামাশার বিষয় হতে পারে, কিন্তু আমার পরিবারের জন্য এটি মানসিক কষ্ট ও উদ্বেগের কারণ। একই সঙ্গে বিষয়টি আমার পারিবারিক সম্মানের সঙ্গেও জড়িত। অর্ঘ্য শ্রেষ্ঠ দাস সংশ্লিষ্ট সকলের প্রতি এ ধরনের নোংরা রাজনীতির অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান করেছেন এবং তিনি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জকসু নির্বাচন প্রত্যাশা করেন বলে জানিয়েছেন। এছাড়াও “আলো ছড়ান, ঘৃণা নয়”, এই বার্তা দিয়ে তিনি তার বিবৃতি সমাপ্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুর প্রার্থীতা ফিরে পেলেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস

বগুড়ায় উপদল নেতা ও কাবব্যাজ কোর্স‘র মহা তাঁবু জলসা অনুষ্ঠিত

ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে

বগুড়া-৩ আসনে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ছুটছেন প্রার্থীরা

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

বগুড়াসহ উত্তরাঞ্চলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন