খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটায় এক সংবাদিক নিহত হয়েছেন; এ সময় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদ জানান। নিহত ইমদাদুল হক মিলন (৪৫) ডুমুরিয়ার শলুয়া প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার মোহাম্মদ বজলুলের ছেলে।
মিলন ‘বর্তমান সময়’ নামের একটি নিউজ পোর্টাল চালাতেন। শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় পশুচিকিৎসক দেবাশীষ বিশ্বাস।
আরও পড়ুনস্থানীয়রা জানান, নিহত মিলন শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তিনটি মোটরসাইকেলে আসা চারজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় মিলনের পাশে বসে থাকা পশু চিকিৎসক দেবাশীষ বিশ্বাসও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিলনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ দেবাশীষ বিশ্বাসকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1766082390.jpg)

_medium_1766089431.jpg)
