মালিবাগে অবস্থিত ক্যান্টন চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড বার এবং পশ্চিম হাজীপাড়া ডি.আই.টি. রোডের ২৯ নম্বর বাড়িতে অবস্থিত নামবিহীন বারে মদ ও মাদকদ্রব্য বিক্রি বন্ধের দাবি জানিয়েছে হাতিরঝিল ইমাম-খতিব-ওলামা পরিষদ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মাদক ও নেশাদ্রব্য ইসলামি শরিয়ত অনুযায়ী সুস্পষ্টভাবে হারাম। একইসঙ্গে সামাজিক ও রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকেও এটি মারাত্মক ক্ষতিকর। মাদকাসক্তির কারণে সমাজে চুরি, ছিনতাই, ধর্ষণ ও হত্যাকাণ্ডসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক তথ্যে জানা যায়, দেশে প্রায় দেড় কোটি মানুষ মাদকাসক্ত—যা জাতির জন্য ভয়াবহ হুমকি।
বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মালিবাগের ক্যান্টন চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড বার এবং পশ্চিম হাজীপাড়ার ডি.আই.টি. রোডের ২৯ নম্বর বাড়ির নামবিহীন বারে প্রকাশ্যে মদ বিক্রি ও অসামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে এলাকায় বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি হচ্ছে এবং নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ছে।
আরও পড়ুন
তারা আরও বলেন, এসব কার্যক্রমের কারণে যুবসমাজ সহজেই নেশার দিকে ধাবিত হচ্ছে। মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন আবাসিক এলাকায় এ ধরনের বার ধর্মীয় ও নৈতিক অবক্ষয়ের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটাচ্ছে। আবাসিক এলাকায় মদের বার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে নিম্নোক্ত দাবিগুলো উত্থাপন করা হয়— অবিলম্বে উক্ত প্রতিষ্ঠানগুলোর মদ বিক্রির লাইসেন্স বাতিল করতে হবে। জনস্বার্থে বার দুটি স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এলাকায় আইন-শৃঙ্ঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।