গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- লালমনিরহাট সদর উপজেলার কুরুল মেধারাম গ্রামের শহিদ আলীর ছেলে ইব্রাহিম(২২) এবং একই উপজেলার কর্নপুর গ্রামের মৃত খয়েম উদ্দিনের ছেলে নুর ইসলাম(৩২)।
আরও পড়ুনএ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন





_medium_1766053931.jpg)
_medium_1766053235.jpg)


