গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- লালমনিরহাট সদর উপজেলার কুরুল মেধারাম গ্রামের শহিদ আলীর ছেলে ইব্রাহিম(২২) এবং একই উপজেলার কর্নপুর গ্রামের মৃত খয়েম উদ্দিনের ছেলে নুর ইসলাম(৩২)।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150556