খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন : ডা. জাহিদ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেস্বর) দুপুরে হাসপাতালের সামনে ব্রিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান। বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানিয়েছেন ডা. জাহিদ হোসেন।
আরও পড়ুনতিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন। তিনি ঠিকমত চিকিৎসা গ্রহণ করতে পারছেন, এই অবস্থা বজায় থাকলে আরো উন্নতি সম্ভব। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







