খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন : ডা. জাহিদ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেস্বর) দুপুরে হাসপাতালের সামনে ব্রিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান। বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানিয়েছেন ডা. জাহিদ হোসেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন। তিনি ঠিকমত চিকিৎসা গ্রহণ করতে পারছেন, এই অবস্থা বজায় থাকলে আরো উন্নতি সম্ভব। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150516