লালমনিরহাটে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৬ নেতা আটক
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে সারা দেশের ন্যায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৬ নেতাকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার জোংড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. আজিবুল ইসলাম, বুড়িমারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সভাপতি মো. রাসেল ইসলাম, দহগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি মো. ফরিদুল ইসলাম, জোংড়া ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, জগতবেড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. তাবিউল ইসলাম এবং ‘বাঙালি আনা’ হোটেলের স্বত্বাধিকারী সুজন ইসলাম। আটককৃতরা সবাই একই উপজেলার বাসিন্দা।
জানা যায়, ওসি নাজমুল হকের নেতৃত্বে বিশেষ অভিযানে গত সোমবার রাতে ৩ জন, পরদিন গত মঙ্গলবার রাতে ২ জন ও আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ১ জনসহ মোট ৬ আওয়ামী লীগ নেতাকে আটক করে লালমনিরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনপাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন








