ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৯ দুপুর

ওসমান হাদিকে আঘাত পরিকল্পিত ষড়যন্ত্র

দেশ একটি ভয়াবহ অনিশ্চয়তা কাটিয়ে নির্বাচনের মহাসড়কে উঠার উষালগ্নে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা কোন বিচ্ছিন্ন ঘটনা নহে। শুধু কি তাই, চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর জনসংযোগে গুলি করে একজনকে হত্যা এবং ঐ আসনে বিএনপির প্রার্থীকে গুরুতর আহত করাও একটি পরিকল্পিত ষড়যন্ত্র, সুতরাং এগুলি বিচ্ছিন্ন কোন ঘটনা নহে বরং একটি পরিকল্পিত ঘটনা। বিজয়ের এই মাসে এইরুপ ঘটনাগুলো একটি ন্যক্কারজনক এবং কাপুরুষোচিত হামলা। এই সকল হামলাকারীদের নিন্দা করার ভাষা সাধারণ মানুষের নেই । মানুষ হতবাগ ও বিস্মিত হয়েছেন, কেননা কোন গুপ্ত হত্যা, গুম, খুন-জখম ভালো কিছু বহন করে না। শুধু দেশেই নয় বিদেশেও এর নিন্দার ঝড় উঠেছে। আমরা জানি শরিফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিভাবান মেধাবী ছাত্র, ভালো কবিতা আবৃতি করতে পারেন, ভালো বক্তব্য দিতে পারেন। তার চেয়ে বড় কথা সে একজন জুলাই যোদ্ধা। ২০২৪ ফ্যাসিষ্ট সরকারকে হটাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। একজন প্রতিভাবান সাহসী যোদ্ধা, ফ্যাসিষ্ট সরকারকে হটাতে গিয়ে শহিদ হলে এতো আপসোস মানুষের থাকতো না। শরিফ ওসমান হাদির বক্তব্য ইউটিউবে ভাসছে। তিনি বেগম খালেদা জিয়াকে আদর্শ নেত্রী মনে করতেন। হাজার প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মাঝেও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যান নাই, এই কারণে বেগম খালেদা জিয়াকে আদর্শ নেত্রী মানতেন। তিনি আরও বলতেন, যে নেত্রী হাজার প্রতিকূলতার মাঝে নিজের পরিবার এবং দুই সন্তানের জীবন বিপন্ন হতে পারে তা জানা সত্ত্বেও  যখন দেশ ছাড়েন নাই, তখনই তিনি এদেশের কোটি জনতার আস্থার প্রতিক হয়েছেন। বেগম খালেদা জিয়া নিজকে তিল তিল করে পুড়ে জনগণের ভালোবাসা অর্জন করেছেন। তিনি কোন ভূয়া ভোটে প্রধানমন্ত্রী হন নাই, কিংবা একতরফা নির্বাচনে প্রধানমন্ত্রী হন নাই। হাজারো লোভ লালসা তাঁকে টলাতে পারেনি, তিনি ছিলেন আপসহীন আর এটাই ছিলো বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব, আর শরিফ ওসমান হাদি বার বার করে সেই কথাগুলো তুলে ধরেছেন, আর এই কারণেই কি তাঁকে বাংলার জমিন থেকে উৎখাত করার জন্যে গুলি করা হয়েছে ? আর এটাই কি খুনিদের চরিত্র, বিন্দুমাত্র দেশ প্রেম তাদের মাঝে নেই। গুম-খুন কোন ফয়সালা নহে। গুপ্ত হত্যা, গুম খুন যদি আন্দোলনের চুড়ান্ত বিজয় হতো তাহলো নক্সালবাড়ীর আন্দোলন সফল হতো, কিন্তু তা হয়নি। বিচ্ছিন্ন কিছু ঘটনা সাধারণ মানুষকে কষ্ট দিতে পারে, বেকায়দায় ফেলাতেও পারে কিন্তু এটা কোন চুড়ান্ত ফয়সালা নহে। মনে রাখতে হবে দেশে যদি গণতান্ত্রিক পরিবেশ না থাকে কেহই ভালো থাকবে না। নগরে যখন আগুন লাগে তখন শুধু বেশ্যালয় পোড়ে না, মসজিদ মন্দিরও পোড়ে, সুতরাং সাধু সাবধান, যে পথেই এগুতে চান, জনগণের জান-মালের ক্ষতি করে নয়, জনগণকে জিম্মি করে নয়। এমনিতেই দুর্নীতির কারণে দেশটা অনেক পিছিয়ে গেছে। স্বাধীনতার পঞ্চান্ন বছর পর আমাদের নতুন করে ভাবতে হচ্ছে আমরা কি ভূতের মত পিছনে হাঁটছি কি না ? আমাদের অনেক পরে ভিয়েতনাম স্বাধীন হলো অথচ সেই ভিয়েতনামের ধারে কাছেও আমরা নেই, শুধুমাত্র দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জন্যে। কৃষি প্রধান এদেশে কৃষকরা কোন দুর্নীতি করে না, এদেশের খেটে খাওয়া কোন লোক দুর্নীতি করে না, শুধুমাত্র অসৎ রাজনীতিবিদদের কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আজকে অসৎ রাজনীতিবিদদের কারণে একটি দলের দলীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত আছে। আমাদের দেশের রাজনীতির বড় কালচার হচ্ছে সত্যকে স্বীকার করে না নেওয়া। রাজনীতিতে ভুল হতেই পারে, আর সেই ভুলের জন্যে জনগণের কাছে ক্ষমা চাওয়া দোষের কিছু নাই, বরং বক্রপথে রাজনীতির ফয়সালা চরম বোকামী। আজকে নির্বাচন অফিসে আগুন দেওয়া হয়, গ্রামীণ ব্যাংকে আগুন ধরিয়ে দেওয়া হয়, বিভিন্ন স্থাপনায় আগুন লাগানো হয়, কেন এগুলো করা হয় মানুষ কিন্তু এগুলো বোঝে। এখন মানুষ রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন, যে দল মানুষের সঙ্গে যত বেশি চালাকি করবে, সে দল তত বেশি ধরা খাবে, সুতরাং বক্রপথের রাজনীতি ছেড়ে জনগণের কল্যাণে রাজনীতি করাই উত্তম।

লেখক 
এড. মোঃ মোজাম্মেল হক
উপদেষ্টা, বগুড়া জেলা বিএনপি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এটি শুধুমাত্র ওজন কমানোর গল্প নয়, এটি আত্মসম্মান ফিরে পাওয়া’

ওসমান হাদিকে আঘাত পরিকল্পিত ষড়যন্ত্র

সাজেক বন বিভাগ কার্যালয়ে ইউপিডিএফ'র হামলা, লুটপাট

শুভশ্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ নিয়ে থানায় রাজ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপে খনন কাজ শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

মোবাইল ফোনের দাম কমতে পারে