ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০২:১৯ রাত

স্বপ্নে মৃত ব্যক্তির সাক্ষাৎ প্রসঙ্গে ইসলাম কী বলে?

ছবি: সংগৃহীত,

রুহ বা আত্মা মানবজীবনের এক গভীর ও রহস্যময় অধ্যায়। আধুনিক বিজ্ঞান নানা অগ্রগতি সাধন করলেও আত্মার প্রকৃত স্বরূপ আজও মানুষের জ্ঞানের বাইরে। পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘রুহ’ আল্লাহর বিশেষ বিষয়—এর প্রকৃত জ্ঞান একমাত্র তিনিই রাখেন।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ইবনুল কাইয়িম (রহ.) তাঁর বিখ্যাত গ্রন্থ কিতাবুর রুহ’-এ আত্মার নানা দিক বিশদভাবে আলোচনা করেছেন। এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো—স্বপ্নের মাধ্যমে মৃত মানুষের আত্মার সঙ্গে জীবিত মানুষের আত্মার সাক্ষাৎ।

স্বপ্নে আত্মার সাক্ষাতের প্রমাণ

আল্লামা ইবনুল কাইয়িম (রহ.) কোরআনের একটি আয়াতকে এ বিষয়ের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। আল্লাহ বলেন,
“আল্লাহই প্রাণ হরণ করেন জীবগুলোর তাদের মৃত্যুর সময় এবং যাদের মৃত্যু আসেনি তাদের প্রাণও ঘুমের সময়…” (সুরা ঝুমার: ৪২)।

এই আয়াতের ব্যাখ্যায় হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, ঘুমের সময় জীবিত ও মৃত ব্যক্তির আত্মা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করে এবং আল্লাহর ইচ্ছায় একে অপরকে চিনতে পারে। পরে জীবিতদের আত্মা দেহে ফিরে আসে, আর মৃতদের আত্মা আল্লাহ নিজের কাছে রেখে দেন।

আত্মারা কিভাবে একে অপরকে চেনে

আলেমদের মতে, যেমন মানুষের দেহের নির্দিষ্ট অবয়ব রয়েছে, তেমনি আত্মারও একটি নিজস্ব অবয়ব রয়েছে—যা পার্থিব চোখে দেখা যায় না। রুহের জগতে সেই অবয়বের মাধ্যমেই আত্মারা পরস্পরকে চিনতে পারে। কোরআনে দেহ ও নফস উভয়ের গঠন সম্পর্কে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন (সুরা ইনফিতার: ৭-৮; সুরা শামস: ৭)।

স্বপ্নে পাওয়া নির্দেশনার মর্যাদা

ইবনুল কাইয়িম (রহ.) বলেন, স্বপ্নে মৃত ব্যক্তির দেওয়া উপদেশ বা নির্দেশনা যদি শরিয়তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়—যেমন নেক কাজের পরামর্শ বা পাপ থেকে সতর্কতা—তাহলে তা গ্রহণযোগ্য হতে পারে। তবে এসব স্বপ্ন শরিয়তের দলিল নয়; এগুলোর মর্যাদা সাধারণ নসিহতের বেশি নয়। শরিয়তবিরোধী কোনো নির্দেশনা হলে তা অবশ্যই পরিত্যাজ্য।

আরও পড়ুন

এ ছাড়া আলেমরা একমত যে, এমন স্বপ্ন শুধু যিনি দেখেছেন তাঁর জন্য প্রযোজ্য; অন্যের ওপর তা চাপিয়ে দেওয়া যায় না।

সত্য স্বপ্ন কীভাবে আসে

ইবনুল কাইয়িম (রহ.) স্বপ্নকে তিন ভাগে ভাগ করেছেন—মানুষের কল্পনা, শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন এবং আল্লাহর পক্ষ থেকে আগত সত্য স্বপ্ন। সত্য স্বপ্ন মানুষের জন্য সুসংবাদ, সতর্কবার্তা বা হেদায়াতের মাধ্যম হতে পারে। ইতিহাসে বহু মানুষ সত্য স্বপ্নের মাধ্যমে তওবা করেছে ও সৎপথে ফিরে এসেছে।

আত্মার কি মৃত্যু হয়?

এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। একদল বলেন, আত্মাও মৃত্যুবরণ করে; অন্য দল বলেন, আত্মা অমর—শুধু দেহ থেকে বিচ্ছিন্ন হয়। ইবনুল কাইয়িম (রহ.) দ্বিতীয় মতকে প্রাধান্য দিয়ে বলেন, কোরআনে ‘মৃত্যু’ বলতে দেহ থেকে আত্মার বিচ্ছেদ বোঝানো হয়েছে, আত্মার সম্পূর্ণ বিলুপ্তি নয়।

রুহের জগৎ মানুষের জন্য অদৃশ্য ও রহস্যাবৃত। কোরআন-হাদিস ও আলেমদের ব্যাখ্যা থেকে এটুকু স্পষ্ট—স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে, তবে তা কখনোই কোরআন-সুন্নাহর বিকল্প নয়। রুহের রহস্য আমাদের জন্য চিন্তার খোরাক, আর ঈমান বৃদ্ধির একটি উপলক্ষ মাত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে মৃত ব্যক্তির সাক্ষাৎ প্রসঙ্গে ইসলাম কী বলে?

ফুটবল রাজা ও ক্রিকেট কিংবদন্তির মহামিলন

বুদ্ধিজীবী হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য, উপ-উপাচার্যের পদত্যাগ দাবি

জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারেননি আনিস আলমগীর, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

সৌদি আরবে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা