ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩০ রাত

মাদরাসা ও এতিমখানা থেকে মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরি হবে : সাবেক এমপি মোশারফ

মাদরাসা ও এতিমখানা থেকে মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরি হবে : সাবেক এমপি মোশারফ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মিফতাহুল উলুম এতিমখানা ও মাদরাসার চারতলা ভবনের প্রথম তলার নির্মাণকাজের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বাদ যোহর নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়ায় অবস্থিত ওই প্রতিষ্ঠানের নির্মাণকাজের উদ্বোধন করেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

এ সময় তিনি বলেন, এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, এই মাদরাসা ও এতিমখানা থেকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরি হবে এটাই আমাদের প্রত্যাশা।

আরও পড়ুন

এসময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম সরদার, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, এতিমখানার সভাপতি আলহাজ্ব শাবান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ  উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসা ও এতিমখানা থেকে মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরি হবে : সাবেক এমপি মোশারফ

বগুড়ায় সদর থানায় পাহারায় থাকা পুলিশের কাছ থেকে খোয়া গেল ১০ রাউন্ড গুলি

নির্বাচন ঘিরে দুটি শক্তি উপস্থিত: মির্জা ফখরুল

বগুড়ার নন্দীগ্রামে আমন ধান সিদ্ধ ও শুকাতে ব্যস্ত গ্রামীণ নারীরা

৩০০ আসনে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

ক্রিকেটারদের দাবি যৌক্তিক, বিসিবির আচরণ দুঃখজনক: তামিম