বগুড়ার ধুনটে এনজিওর সনদ বাতিলের পরও অবৈধভাবে ঋণ কার্যক্রমের অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় আশার আলো সমাজ কল্যাণ সংস্থা (এ.এস.কে.এস) নামে একটি এনজিওর সনদ বাতিল করার পরও অবৈধভাবে ঋণ কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। আজ রোববার (১৪ ডিসেম্বর) সরেজমিন আশার আলো সমাজ কল্যাণ সংস্থার গোসাইবাড়ি শাখা অফিসে গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
ওই শাখা অফিস সূত্রে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারী মাস থেকে এই শাখায় ঋণ কার্যক্রম চালু করা হয়েছে। শাখার সদস্য সংখ্যা ৩৯০ জন। এরমধ্যে ২৬৫ জন সদস্যর মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে। যথারীতি এই শাখার কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আশার আলো সমাজ কল্যাণ সংস্থার সনদ বাতিল করেছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন অমান্য করে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করায় এনজিওর সনদ (নম্বর ২১১১২-০০১৫৯-০০৭৬০) বাতিল করা হয়। ২০২৫ সালের ৫ এপ্রিলের মধ্যে সকল সদস্যর সঞ্চয় ও আমানতের টাকা ফেরত প্রদানের জন্য তাগিদ দেওয়া হয়েছে।
তারপরও সদস্যদের সঞ্চয় কিংবা আমানতের টাকা ফেরত দিয়ে অবৈধভাবে ঋণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আশার আলো সমাজ কল্যাণ সংস্থার সদস্য ভান্ডারবাড়ি গ্রামের শিল্পি খাতুন, ভুতবাড়ি গ্রামের রুমি খাতুন, ফাহিমা খাতুন জানান, আমরা নিয়মিত ঋণের কিস্তি প্রদান ও সঞ্চয়ের টাকা জমা করছি। তবে কয়েক দিন আগে এই এনজিওর সনদ বাতিল করার বিষয়টি জেনেছি।
আরও পড়ুনএ বিষয়ে আশার আলো সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জুয়েল আলম বলেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি সংস্থার সনদ বাতিল করায় আমি এ বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেছি।
এছাড়া মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সঙ্গে সকল প্রকার যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি সমাজসেবা ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাপোর্ট নিয়ে ঋণ কার্যক্রম পরিচালনা করছি। ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন বলেন, এ বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন




_medium_1765719036.jpg)



