ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০১:২৪ রাত

বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

ছবি: সংগৃহীত, বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

গাজীপুরের টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরেক বিকাশকর্মী ছুরিকাঘাতে আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী বাজারের আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম আরিফ হোসেন (৩১)। তিনি টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে এবং বিকাশের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। তাঁর সহকর্মী আজাদ হাওলাদার (৩০) ছুরিকাঘাতে আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ ও আজাদ দিনভর টঙ্গী এলাকার বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা সংগ্রহ শেষে পরিবেশক (ডিস্ট্রিবিউশন) অফিসে যাচ্ছিলেন। আনারকলি রোড এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে আরিফকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয় এবং আজাদকে ছুরিকাঘাত করা হয়। এরপর ছিনতাইকারীরা প্রায় ১৫ লাখ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। গুলিবিদ্ধ আরিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। আহত আজাদ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।

আরও পড়ুন

বিকাশের টঙ্গী এলাকার পরিবেশক প্রতিষ্ঠান জেএ অ্যান্ড সন্সের প্রতিনিধি আফজাল হোসেন সেতু জানান, তাঁদের প্রতিষ্ঠানের এক কর্মীকে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধীরগতি কাটিয়ে ইন্টারনেট সুপারফাস্ট করার উপায়

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিলো ভারত

ইরানে ৬০ লাখ লিটার চোরাই ডিজেলসহ ট্যাঙ্কার জব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক