ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:১০ রাত

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ছবি: সংগৃহীত, সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত ও ৮ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব পালনকালে বীর শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ জাতির জন্য গৌরবের হলেও তা অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

ড. ইউনূস আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, তাদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সরকার এই দুঃসময়ে শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

আরও পড়ুন

এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। তিনি শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

তীব্র শীতে লালমনিরহাটে বেড়েছে রোগের প্রার্দুভাব

শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের খুনিরা হাদিকে গুলি করেছে : দুলু

বগুড়ার শিবগঞ্জে কুমড়া বড়ি বিক্রি করে বাড়তি আয় করছেন গৃহিনীরা

ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে দুপচাঁচিয়ায় শিবিরের মানববন্ধন

বগুড়ায় সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ