ভিডিও শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৩ রাত

যশোরে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

যশোরে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

যশোর সদর উপজেলায় প্রকাশ্যে ছুরিকাঘাতে শহিদ (৪০) নামে যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত শহিদ পাগলাদহ গ্রামের বছির উদ্দিনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাদাহ এলাকায় শহিদের বাড়ির সামনে রহমানের দোকানের মোড় নামক স্থানে অবস্থান করছিলেন শহিদ। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা শহিদকে ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। আহত অবস্থায় শহিদের বাবা বছির তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিহতের স্বজনরা অভিযোগ করেন, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

যশোর কোতোয়ালী থানার ওসি ফারুক আহম্মেদ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

সাড়ে ৩ কোটি রুপিতে মক নিলামে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকসেবীর আত্মহত্যা

শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস ইতিহাসে চিরস্মরণীয়: রাষ্ট্রপতি