বগুড়ায় সাংবাদিক পরিচয় দিয়ে আত্মীয়ের সাথে প্রতারণার অভিযোগ
স্টাফ রিপোর্টার: বগুড়ায় সাংবাদিক পরিচয় দিয়ে নানা অপকর্ম ও প্রতারণা করার অভিযোগ উঠেছে আমিন ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তার পরিবারের ঘনিষ্টজনেরা বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বগুড়ার শেরপুর উপজেলার মোঃ আলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ তকরিকুল ইসলাম অভিযোগ করে বলেন আমিন এর ছোট শালিকা তার স্ত্রী আলিফা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার ভায়রা আমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছি। তথাকথিত সাংবাদিক আমিন ও তার পরিবারের হাত থেকে আমরা বাঁচতে চাই। শহরতলীর গোদার পাড়ার তা গোলাম রসুল মার্কেট এর আগের মালিক ছিল আমার শ্বশুর আমিনুর ইসলাম।
তিনি মালিক থাকা অবস্থায় তাদের তিন ভাইরার নামে কিছু দোকানের পজিশন হস্তান্তর করেন এবং তার তিন মেয়ের নামেও একটা করে দোকান ঘরের পজিশন হস্তান্তর করেন। আমার শ্বশুর আমাদের তিন ভাইরার নামে দোকান ঘর হস্তান্তর করার পরে। আমরা একটা দোকান ঘর বিক্রি করি আমার বড় ভাইরা আমিন এর কাছে। তখন পর্যন্ত সবকিছু ঠিক ছিল; আমরা বৈধ মালিক ছিলাম।
আরও পড়ুনআমার শ্বশুরের কাছ থেকে যখন আমার বড় ভায়রা আমিন বিল্ডিং এর শুধু কবলা মালিকানা ক্রয় করে নেন এবং যারা আগের পজিশনের মালিক তারা সহ সহঅবস্থানেই থাকবে। কিন্তু তিনি অনান্য পজিশনের মালিকদের দোকানের দখল দিলেও আমাদের দোকান ঘরের পজিশনের দখল দিচ্ছেন না। এটা নিয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের মধ্যে একটা বিরোধ। আমিন ইসলাম বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।
আমিন বিভিন্ন মাধ্যমে আমাদের হুমকি ধামকি দিচ্ছে যে তাদের সাথে যদি মিমাংসা না করি তাহলে আমাদের আরও মামলায় জড়িয়ে দেয়া হবে। সংবাদ সম্মেলনে তথাকথিত সাংবাদিক আমিন ও তার পরিবারের হাত থেকে রক্ষা পেতে সকলের সহায়তা কামনা করেন। সংবাদ সম্মেলনে আমিন এর মেজ ভাইরা রুহুল আমিন ও মেজ শালিকা আশা, রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন







