হাদির অবস্থা সংকটাপন্ন, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ : চিকিৎসক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢামেকে সাংবাদিকদের চিকিৎসকরা জানান, হাদির মাথায় প্রবেশ করা গুলি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডানদিকে বের হয়ে যায়, এতে তার মস্তিষ্কে গুরুতর ক্ষতি (ম্যাসিভ ব্রেন ইনজুরি) হয়েছে। বর্তমানে তার খুলির একটি অংশ খোলা রেখে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে।
ঢামেক নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রাহান বলেন, গুলিটি মস্তিষ্কের ভেতর দিয়ে ক্রস করে ব্রেইন স্টেমে আঘাত করেছে। রোগীর এখনো ক্ষীণ ‘সাইন অব লাইফ’ থাকলেও অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ। রক্তক্ষরণ বন্ধ রাখা এবং মস্তিষ্কের চাপ কমাতে খুলির হাড় অপসারণ করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. সায়্যেদুর রহমান জানান, হাদিকে আনার সময় তার জিসি স্কোর ছিল মাত্র ৩ এবং তিনি একবার কার্ডিয়াক অ্যারেস্টে গিয়েছিলেন। এখনও তার অবস্থার দ্রুত ওঠানামা হচ্ছে। আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হওয়ায় কোনো সুস্পষ্ট চিকিৎসা সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুনএর কিছুক্ষণ পর হাদির নাক–গলা দিয়ে তীব্র রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসকরা তা নিয়ন্ত্রণে আনেন। হিমোডাইনামিক স্থিতি অস্থায়ীভাবে বজায় থাকলেও পরিস্থিতি অনিশ্চিত রয়ে গেছে। পরে তাকে আইসিইউ সাপোর্টেড অ্যাম্বুলেন্সে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1765566503.jpg)
_medium_1765565724.jpg)

_medium_1765563056.jpg)


_medium_1765550516.jpg)
_medium_1765551932.jpg)
