শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে আহত শরীফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং হাদির চিকিৎসার খোঁজখবর নেন।
আরও পড়ুনউল্লেখযোগ্য যে, শুক্রবার দুপুরে অজ্ঞাত দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
মন্তব্য করুন




_medium_1765541255.jpg)

_medium_1765539802.jpg)


