স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে জমকালো আয়োজনের প্রস্তুতি
অন্তর্বর্তী সরকার জাতীয় পর্যায়ে মহান বিজয় দিবস–২০২৫ উদ্যাপনে এবারের আয়োজনকে ঘিরে নিয়েছে ব্যাপক ও ব্যতিক্রমধর্মী কর্মসূচি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ও মহড়া। সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে বিশ্বে সর্বাধিক জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্পিংয়ের চেষ্টা, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বে বলে আশা করা হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন।
এ ছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ১৫ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় অ্যাক্রোবেটিক শো এবং সন্ধ্যা ৬টায় যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’ মঞ্চস্থ হবে। প্রস্তুতিমূলক কার্যক্রম তদারকিতে গতকাল পরিদর্শন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পিআইডি জানায়, ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিবসের সূচনা হবে। সকাল ৬টা ৩৪ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানানোর পর বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক–সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। বিকেলে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। জেলা–উপজেলায়ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনদিবসটি উপলক্ষে ডাক বিভাগ স্মারক ডাকটিকিট প্রকাশ করবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সব জেলা–উপজেলায় তিন দিনব্যাপী বিজয়মেলা আয়োজন করা হবে। সকাল ৯টায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সমাবেশ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের ব্যবস্থা থাকবে। দেশের হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, শিশু পরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রীতিভোজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া শহীদদের আত্মার মাগফিরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি–সমৃদ্ধি কামনায় মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1765460434.jpg)


_medium_1765455810.jpg)

_medium_1765467682.jpg)