ভিডিও শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:১১ রাত

কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা

ছবি: সংগৃহীত, কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা

রাজশাহীর তানোরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি শিশু সাজিদকে। সন্তানের এমন মৃত্যুর ঘটনায় গর্ত খননকারীর শাস্তি চান শিশুর মা রুনা খাতুন। 

তিনি কাঁদতে কাঁদতে বললেন, ‘তিন জায়গা খুঁড়েছিল। দুই বছর ধরে বন্ধ না করে গর্তগুলো এভাবে ফেলে রেখেছে। কেন ফেলে রেখেছে? আমি কছিরের শাস্তি চাই, তার বিচার চাই।’ 

রুনা খাতুন বলেন, ঘটনার পর কছির একবার দেখতে এসেছিলেন। তারপর আর আসেননি। তিনি পালিয়ে গেছেন।

এদিকে ছেলের গর্তে আটকে পড়ার ঘটনায় বাবা রাকিবুল ইসলাম উন্মাদপ্রায়। তিনি কখনও মৌন, কখনও বিলাপ করছেন। কারও সাহায্য ছাড়া দাঁড়াতে পারছেন না। 

আরও পড়ুন

তানোর থানার ওসি শাহীনুজ্জামান বলেন, ‘আমরা ডিপের খননকারী কছিরকে পাইনি। তদন্ত চলছে।’ 

রাজশাহী রেঞ্জের ডিআইজি ও জেলার পুলিশ সুপারসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সদস্যরা সর্বদা ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কাজ করছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা

১২ ফেব্রুয়ারি আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা, আরো যা যা জানা গেল

`ছাত্র উপদেষ্টারা আমাদের সাথে প্রতারণা করেছে'

নির্বাচনের তফসিল ঘোষণার পর কী ভাবছেন জনসাধারণ ?

বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন

বেঁচে নেই গর্তে পড়া রাজশাহীর শিশু সাজিদ