স্টেজ শো ও টিভি শোতে ব্যস্ত তিন্নি
অভি মঈনুদ্দীন ঃ কানিজ খাদিজা তিন্নি, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। শিক্ষকতার পাশাপাশি তিনি গানে গানেই ব্যস্ত সময় পার করছেন। তার সমসাময়িক শিল্পীদের মধ্যে তিনিও সমানতালে ব্যস্ত সময় পার করেন। স্টেজ শো ও টিভি শোতেই তিন্নির ব্যস্ততা। একজন পেশাদার সঙ্গীতশিল্পীর ক্ষেত্রে সাধারনত তাই হয়ে থাকে।
এরইমধ্যে ঢাকার ‘অল কমিউনিটি ক্লাব’ ও নারায়ণগঞ্জ ক্লাবের দুটি ভিন্ন স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেছেন তিন্নি। অনুষ্ঠান আয়োজকদের ভাষ্য এমন যে স্টেজ শো’তে তিন্নির উপস্থিতি মানেই গানে গানে মুগ্ধতা ছড়ানোর বিষয়।
এরইমধ্যে বিটিভির নিয়মিত সঙ্গীতানুষ্ঠান ‘স্মৃতিময় গানগুলো’তে তিন্নি বাংলাদেশের প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী শাম্মী আখতারের গাওয়া ‘আমি সুখ পাখিরে চাইনা তো আর’ গানটি গেয়েছেন। তবে এই গানটি বিটিভিতে কবে প্রচার হবে তা এখনো চুড়ান্ত নয় বলে জানান তিন্নি। এদিকে এরইমধ্যে তিন্নি বৈশাখী টিভিরও নিয়মিত গানের অনুষ্ঠান ‘গোল্ডেন সং’-এ বেশ কয়েকটি গান গেয়েছেন। তিন্নির অংশগ্রহনের পর্বটি কবে প্রচার হবে তাও এখনো চুড়ান্ত হয়নি।
আরও পড়ুনতিন্নি বলেন,‘ একজন পেশাদার শিল্পী হিসেবে স্টেজ শো ও টিভি শোতে আমার যে ব্যস্ততা তাতে আমি ভীষণ সন্তুষ্ট। কারণ শিক্ষকতার পাশাপাশি আমাকে সবকিছু ম্যানেজ করে টিভি শো, স্টেজ শোতে সময় দিতে হয়। সেদিক বিবেচনায় আলহামদুলিল্লাহ, আমি আমার কাজ নিয়ে-ব্যস্ততা নিয়ে সন্তুষ্ট। ২০১৭ সাল থেকে চ্যানেল আই সেরাকন্ঠ’র একজন প্রতিনিধি হয়ে গানে গানে দর্শক শ্রোতাদের মুগ্ধ করে আসার চেষ্টা করছি। একজন শিল্পী হিসেবে আজীবন তাই করে যাবার চেষ্টা থাকবে আমার।’
তিন্নির প্রকাশিত মৌলিক গানের মধ্যে শ্রোতাপ্রিয়তা পাওয়া গানগুলো হচ্ছে ‘প্রজাপতি মন’, ‘মেঘমালা’, ‘শরৎ আমার স্নিগ্ধতা’, ‘শতশত রাত’, ‘চেয়েছি তোমায়’ বিশেষত উল্লেখযোগ্য। গানে শ্রেষ্ঠত্বর স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ‘চ্যানেল আই মিউজিক অ্যওয়ার্ড’ ও ‘বিসিআরএ’ সম্মাননা। ২০২৫ সালের প্রথম দিনে নারায়ণগঞ্জের মেয়ে কানিজ খাদিজা তিন্নির সঙ্গে নারায়ণগঞ্জেরই ছেলে শিক্ষক মো. মাহবুবুর রশিদ ভূঁইয়া অর্কের সঙ্গে আংটি বদল হয়।
মন্তব্য করুন

_medium_1765369141.jpg)

_medium_1765293618.jpg)
_medium_1765290013.jpg)




