ভিডিও বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৬ বিকাল

ফরিদপুরে এনসিপির দুই নেতার পদত্যাগ

ডা. সালেহ আহমেদ শুভ ও রনি মোল্যা

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটি থেকে ডা. সালেহ আহমেদ শুভ ও রনি মোল্যা নামে দুই নেতা পদত্যাগ করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ফরিদপুর জেলা এনসিপির দলীয় সূত্রে এ তথ্য জানা যায়। 

এর আগে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাতে জেলা কমিটি থেকে ওই দুই নেতা পদত্যাগ করেন।

ডা. সালেহ আহমেদ শুভ জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ও রনি মোল্যা নির্বাহী সদস্য। 

পদত্যাগ পত্রে ডা. সালেহ আহমেদ শুভ উল্লেখ করেন, বর্তমানে আমি ফরিদপুরে চিকিৎসক হিসেবে কর্মরত আছি। গত ৮ ডিসেম্বর রাতে ঘোষিত জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা কমিটিতে আমাকে যুগ্ম সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে- যা সম্পর্কে আমি পূর্বে অবগত ছিলাম না এবং এ বিষয়ে আমার সঙ্গে কোনো প্রকার আলোচনা বা সম্মতি গ্রহণ করা হয়নি। আমি স্পষ্টভাবে উল্লেখ করতে চাই যে, আমি কখনোই জাতীয় নাগরিক পার্টি কিংবা এনসিপি সংক্রান্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। অতএব আমাকে দেওয়া উক্ত পদটি গ্রহণ করার কোনো সুযোগ বা ইচ্ছা আমার নেই। এই পরিপ্রেক্ষিতে আমি জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। 

আরও পড়ুন

অন্যদিকে পদত্যাগপত্রে রনি মোল্লা উল্লেখ করেন, আমি রনি মোল্যা ফরিদপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির যুগ্ম-সদস্য সচিব পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করি এবং এর পর যখন জাতীয় নাগরিক কমিটি হয় তখন নগরকান্দা উপজেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করি। তারপর ফরিদপুর জেলা সমন্বয় কমিটি হলে সেখানে সদস্য পদে দায়িত্ব পালন করে গিয়েছি, কিন্তু গত ৮ ডিসেম্বর রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, সেখানে আমাকে ৬ নম্বর সদস্য পদে রাখা হয়েছে। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। 

বিষয়টি নিয়ে ফরিদপুর জেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক এস এম জাহিদ বলেন, নবগঠিত কমিটি থেকে রনি মোল্লা নামে একজন সদস্য ও ডা. সালেহ আহমেদ শুভ নামে যুগ্ম সদস্য সচিব পদত্যাগ করেছেন বলে জানতে পেরেছি। যদিও বিষয়টি তাদের ব্যক্তিগত বিষয়। এখানে জোরাজুরির কিছু নেই।

প্রসঙ্গত, সোমবার (০৮ ডিসেম্বর) দিনগত রাতে দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে এনসিপির দুই নেতার পদত্যাগ

বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সচিব

চুলের যত্ন থেকে দেশের যত্ন: মনোযোগের সংকট

পদত্যাগ না করে সংবাদ সম্মেলনে যা জানালেন আসিফ

পরিবেশ আইন বাস্তবায়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান