ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:১০ রাত

পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি আনোয়ারুল

পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘উপদেষ্টা পরিষদের কেউ পদে বহাল থেকে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমনকি নির্বাচনে অংশগ্রহণের না করার পাশাপাশি ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না উপদেষ্টারা।’

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এই নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণা জন্য যে প্রস্তুতি প্রয়োজন, সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আসন বিন্যাস, আইন অনুযাযী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার যারা থাকবেন তাদের প্রজ্ঞাপন, বিভিন্ন বিষয়ে ২০টির মতো পরিপত্র জারি হবে। সেখানে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি নিয়োগ, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল গঠন, আইন শৃঙ্খলার সেল গঠন এগুলোর ফরমেটগুলো রেডি প্রস্তুত।

তফসিল ঘোষণার পরপর সেগুলো ধারাবাহিকভাবে জারি করা হবে বলে জানান এই কমিশনার।

আনোয়ারুল ইসলাম সরকার আরো বলেন, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী সরকারের পদে থেকে নির্বাচনি প্রচার করা যাবে না। প্রচার করা না গেলে তো প্রার্থীও হতে পারবেন না। কাজেই সরকারের কোনো পদে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না।

আরও পড়ুন

এদিকে, নির্বাচন কমিশনার আব্দুর রাহমানেল মাছউদ বলেছেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। জানান, ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ চূড়ান্ত করা হয়েছে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি নাসির উদ্দীন ভোটের তফসিল ঘোষণা করবেন।

এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল ঘোষণার পূর্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয়। আনুষ্ঠানিকভাবে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির দায়িত্ব আসবে তফসিল ঘোষণার পর। চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না।

তিনি আরও বলেন, বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণা হবে তফসিল। এতে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি আনোয়ারুল

বগুড়ার শাজাহানপুরে খেলায় আমন্ত্রণ না পাওয়ায় পিস্তল বের করে হুমকি, পরে আটক

নির্বাচনে পোস্টার এলাউ করা হবে না : খুলনার ডিসি

জাতীয় স্টেডিয়ামে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত করল এনএসসি

পুলিশের পোশাকে মহাসড়ক থেকে একরাতে তিনটি যানবাহনে ছিনতাই

প্রাচ্যের ক্যামব্রিজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাড়ছে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি