ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৪ রাত

অশ্রুসিক্ত চোখে ক্রিকেটকে বিদায় জানালেন শামসুর রহমান

ছবি: সংগৃহীত, অশ্রুসিক্ত চোখে ক্রিকেটকে বিদায় জানালেন শামসুর রহমান

স্পোর্টস ডেস্ক : প্রায় ২১ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন শামসুর রহমান শুভ। ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যানকে মাঠ ছাড়ার সময় সম্মান জানাতে দুই দফা ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

ম্যাচ শুরুতে দুই পাশে সারি বেধে দাঁড়ান সতীর্থ ক্রিকেটাররা। ব্যাট উঁচিয়ে শামসুরকে স্বাগত জানানো হয়। এরপর পিচের কাছে প্রতিপক্ষ সিলেট দলের ক্রিকেটাররাও তাকে হাত মেলিয়ে ও করতালিতে অভ্যর্থনা জানান। 

অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন, প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানাবেন শামসুর রহমান। তার শেষ ম্যাচটি মাঠে গড়াবে আরও একদিন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ইনিংসটি খেলে ফেলেছেন শামসুর রহমান শুভ। সোমবার (৮ ডিসেম্বর) কান্না ভেজা চোখে বিদায় নিয়েছেন মাঠ থেকে।

আরও পড়ুন

শামসুরের বিদায়ী ইনিংস বেশি দীর্ঘ হয়নি। ১৭ বলে ১৭ রান করে আউট হন তোফায়েল আহমেদের বলে, মুবিন আহমেদ দিশানের ক্যাচে। মাঠ ছাড়ার পথে আবারও তাকে অভিনন্দন জানানো হয়, পিঠ চাপড়ে, আলিঙ্গনে বিদায় জানানো হয়।শামসুর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন ২০০৫ সালের ১ জানুয়ারি বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। প্রায় ২১ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১৬০ ম্যাচ, ৯,৬০২ রান সংগ্রহ করেছেন ৩৬.২৩ গড়ে, করেছেন ২৩ সেঞ্চুরি ও ৪৬ ফিফটি।

খেলা শেষে ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। শামসুর রহমান শুভ লিখেছেন, ‘আজ আমি প্রথম শ্রেণির ক্রিকেটে আমার শেষ ইনিংস খেললাম। আমি জানি না কতটা অর্জন করতে পেরেছি, তবে নিজেকে সবসময় সৎ রাখার চেষ্টা করেছি। জানি, আর কোনো দিন সাদা পোশাক পরে খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারব না। এটা একজন খেলোয়াড়ের জন্য ভীষণ কষ্টের মুহূর্ত। সবাই আমার জন্য দোয়া করবেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অশ্রুসিক্ত চোখে ক্রিকেটকে বিদায় জানালেন শামসুর রহমান

বিজয় দিবসে বিনা টিকিটে ঘুরে দেখা যাবে জাদুঘর

সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত : ড. হামিদুর

বগুড়ায় কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান সাইবারটেকের মালিক ঢাকায় গ্রেফতার

জাপানের উপকূলে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, রাতে মেডিকেল বোর্ড বৈঠক