সান্তোসকে বাঁচিয়ে অস্ত্রোপচারের ঘোষণা নেইমারের
স্পোর্টস ডেস্ক : ক্রুজেইরোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টানা তিন জয়ে অবনমনের শঙ্কা থেকে মুক্ত হলো নেইমারের শৈশবের ক্লাব সান্তোস। দুর্দান্ত পারফরম্যান্সে মাঠ ছাড়ার পরপরই ব্রাজিলিয়ান তারকা নিশ্চিত করলেন-দীর্ঘদিন ধরে ভোগা হাঁটুতে তার অস্ত্রোপচার লাগবে। বিশ্বকাপের মাত্র ছয় মাস আগে এমন ঘোষণা তার জাতীয় দলে ফেরা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।
মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামার আগে সান্তোসের হয়ে ১৫০ ম্যাচ পূর্ণ করায় নেইমারকে বিশেষ সম্মাননা জানানো হয়। স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি স্মারক গ্রহণ করেন। এরপর মাঠে নেমে প্লেমেকার হিসেবে দুর্দান্ত ভূমিকা রেখে তিনি ৩-০ গোলের দাপুটে জয়ে অবদান রাখেন। সর্বশেষ তিন ম্যাচেই নেইমার হাঁটুর চোট নিয়ে খেলেছেন এবং দলকে দ্বাদশ স্থানে থেকে লিগ শেষ করতে সহায়তা করেছেন।
জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও চোটের কারণে তার সময়টা খুব একটা ভালো কাটেনি। তবে শেষ তিন ম্যাচে হাঁটুর চোট নিয়েই তিনি খেলেন। সেই কষ্টের কথা জানিয়েই তিনি অস্ত্রোপচারের কথা নিশ্চিত করেন। নেইমার বলেন, ‘আমার জন্য বিগত সপ্তাহগুলি ছিল খুবই কঠিন। যারা আমাকে উজ্জীবিত করার চেষ্টা করে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা না থাকলে এমন চোট নিয়ে ম্যাচগুলি খেলতে পারতাম না। এখন আমার কিছুটা বিশ্রাম প্রয়োজন, এরপর হাঁটুতে অস্ত্রোপচার করাব।’
আরও পড়ুনহাঁটুর চোটের ধরন বা কোন ধরনের অস্ত্রোপচার হবে তা বিস্তারিত জানা না গেলেও, বিশ্বকাপের ছয় মাস আগে অস্ত্রোপচার মানেই বিশ্ব আসরে নেইমারের খেলার সম্ভাবনায় বড় শঙ্কা। দীর্ঘদিন ধরেই তিনি জাতীয় দলে নেই এবং কোচ কার্লো আনচেলত্তি আগেও বলেছেন, কেবল পুরো ফিট হলেই নেইমারকে জাতীয় দলে নেয়া হবে।
মন্তব্য করুন









