সল্টা ভিগোর কাছে রিয়াল মাদ্রিদ হেরে গেছে ২-০ ব্যবধানে
স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের হার অঘটন ছাড়া আর কি হতে পারে! সান্তিয়াগো বার্নাব্যুতে এমন সময়ও আসে? জোড়া লাল কার্ড, চোট আর দুঃস্বপ্নের এক ম্যাচই পার করলো মাদ্রিদের রাজারা। তারা সেল্টা ভিগোর কাছে হেরে গেছে ২-০ ব্যবধানে। এই হারে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে গেলো চার!
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মাদ্রিদ। ২৪তম মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন এদের মিলিতাও। তাতে রক্ষণ দুর্বল হয়ে পড়ে। প্রথমার্ধে গোলের সবচেয়ে পরিষ্কার সুযোগ চলে আসে আর্দা গুলেরের পায়ে। কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের সমন্বয় থেকে পাওয়া বলে তার বাঁ-পায়ের শট অল্পের জন্য পোস্ট মিস করে।
বিরতির পর মাঠে নেমেই আক্রমনে ধার বাড়ায় অতিথিরা। আর তাতেই জোড়া গোল পেয়ে যায়। দুটো গোলই করেন সুইডবার্গ। প্রথমে ব্রায়ান জারাগোজার পাঠানো ক্রসে অসাধারণ এক ফ্লিক শটে গোল করেন তিনি।এরপরই দুটো লাল কার্ড রিয়ালের। ৬২ ও ৬৪ মিনিটে দুটি ফাউলের জন্য দু’টি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান গার্সিয়া। শেষ দিকে যোগ করা সময়ে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আলভারো কারেরাসও। নয়জন নিয়ে খেলতে থাকা মাদ্রিদকে আরো বিপদে ফেলে ম্যাচের একদম শেষ মুহূর্তে দ্বিতীয় গোল করেন সুইডবার্গ।
আরও পড়ুনএই হারের ফলে লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ১৬ ম্যাচে ১১ জয়, ৩ ড্র ও ২ হারে রিয়ালের পয়েন্ট ৩৬। রিয়ালের মুখোমুখি হওয়ার আগে লিগে মাত্র তিনবার জয় দেখেছিল সেল্টা ভিগো। এবার লা লিগার সর্বোচ্চ চ্যাম্পিয়নদের হারিয়ে ১৫ ম্যাচে চার জয়ে ১৯ পয়েন্ট নিয়ে দশ নম্বরে উঠে এল তারা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







