ভিডিও রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৫, ১১:২২ রাত

শহীদ চাঁন্দু স্টেডিয়ামে জমে উঠেছে খুলনা-রংপুরের চার দিনের ম্যাচ

শহীদ চাঁন্দু স্টেডিয়ামে জমে উঠেছে খুলনা-রংপুরের চার দিনের ম্যাচ

স্পোর্টস রিপোর্টার: জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চলমান খুলনা ও রংপুর বিভাগের মধ্যকার চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনেই জমে উঠেছে। ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও রংপুরের বোলাররা দ্বিতীয় ইনিংসে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন।

নিশ্চিত হেরে যাওয়া ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে রংপুর। যদিও এখনো তারা খুলনার চেয়ে পিছিয়ে আছে ১৭৫ রানে। তবে, আগামীকাল দিনের শুরুতেই খুলনার বাঁকি ৫টি উইকেট নিতে পারলে চমৎকার কিছু ঘটতে পারে।

আগের দিনের ৯ উইকেটে ৩০২ রানে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৩০৮ রানেই শেষ হয় খুলনার প্রথম ইনিংস। শেষ ব্যাটার হিসেবে ব্যক্তিগত ৭ রান করে সাজঘরে ফেরেন আব্দুল হালিম। ইনিংসের শেষ উইকেটটি নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

দ্বিতীয় দিনের শুরুতেই খুলনাকে অলআউট করে রংপুর ফুরফুরে মেজাজে ইনিংস শুরু করলেও বেশি দূর যেতে পারেনি। খুলনার মিডিয়াম পেসার সফর আলীর বোলিং তোপে ১৭৪ রানেই গুটিয়ে গেছে নাসির হোসেনের রংপুর। সফর একাই নিয়েছেন ৫ উইকেট। এছাড়া মেহেদী হাসান রানা ২টি, নাহিদুল ও আব্দুল হালিম নিয়েছেন ১টি করে উইকেট।

১৩৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৫ উইকেট হারিয়েছে ৪১ রান করেছে খুলনা। রংপুরের চেয়ে এই মুহুর্তে এগিয়ে আছে ১৭৫ রানে। রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ ২টি, শরিফুল ও সোহেল রানা ১টি করে উইকেট শিকার করেছেন। খুলনার দলনেতা মিথুনের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ১৯ রান। প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরী করা সৌম্য সরকার আউট হয়েছেন শুন্য রানে। আগামীকাল ম্যাচের তৃতীয় দিন।

আরও পড়ুন


সংক্ষিপ্ত স্কোর:
খুলনা: ১ম ইনিংস- ৩০৮, সৌম্য ৫৬, জিয়াউর রহমান ৩৬, ইমরানুজ্জামান ৩৪, নাসির ৩/৫১, মুকিদুল ৩/৭২, সোহেল রানা ২/৫০।

রংপুর: ১ম ইনিংস- ১৭৪, আলাউদ্দিন বাবু ৪৪, ইকবাল ২৭, নাঈম ২৩, সফর ৫/৭৮, মেহেদী রানা ২/২০
খুলনা: ২য় ইনিংস- ৪১/৫, মিথুন ১৯, মুকিদুল ২/১২

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ চাঁন্দু স্টেডিয়ামে জমে উঠেছে খুলনা-রংপুরের চার দিনের ম্যাচ

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিভিন্ন স্থানে দোয়া

বগুড়ার মোকামতলায় গাঁজাসহ তিন নারী গ্রেফতার

ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণকে সাথে নিয়ে দেশে শান্তি কায়েম করা হবে : এটিএম আজহারুল ইসলাম

বগুড়ায় ৫৩৪৮ শিক্ষার্থী মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে

বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালালো আসামি