ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণকে সাথে নিয়ে দেশে শান্তি কায়েম করা হবে : এটিএম আজহারুল ইসলাম
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলাম এককভাবে ক্ষমতায় যেতে চায় না। আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের শাসন কায়েম করতে চাই। আমরা ৮টি ইসলামী দেশপ্রেমিক দল একত্রিত হয়ে আগামী নির্বাচনে এক বাক্সে ভোট দেয়ার চেষ্টা করছি।
জনগণ যেভাবে আমাদের পাশে এগিয়ে এসেছে। আগামী নির্বাচনে জামায়াতে ইসলাম সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংসদে গেলে মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করবে। মুসলিম-অমুসলিম, নারী-পুরুষ, ধম-বর্ণ নির্বিশেষে দেশের জনগণকে সাথে নিয়ে শান্তির দেশ কায়েম করা হবে। রাষ্ট্র পরিচালনা হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে।
আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পুনর্বাসনে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ৫৪ বছরে ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ অথবা সমাজতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, লাঙ্গল দেখেছি তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরির্বতন করেনি।
তিনি আরও বলেন, এতদিন আমাদের দেশকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। কেউ স্বাধীনতার পক্ষে আবার কাউকে স্বাধীনতার বিরোধী বলা হয়েছে। একটি দেশের নাগরিককে দু’ভাগে বিভক্ত করে কোন দেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।
আরও পড়ুনআমরা নাগরিকরা যে দলেরই হই না কেন, আমরা বাংলাদেশের নাগরিক। তাই আমরা বিভক্ত না হয়ে সবাই দেশের উন্নয়নের জন্য কাজ করি। দেশকে শান্তির দেশে কায়েম করি। সভা শেষে অনুষ্ঠানে ঝড়ে ক্ষতিগ্রস্থ ৯০ পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন তিনি।
উপজেলা জামায়াতের আয়োজনে ও কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্’র সভাপতিত্বে ও সেক্রেটারি ফেরদৌস আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশিদ, জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার, নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জেলা নায়েবে আমির ড. খাইরুল আনাম, উপজেলা নায়েবে আমির আখতারুজ্জামান বাদল প্রমুখ।
মন্তব্য করুন







