বগুড়ার সারিয়াকান্দিতে বসতভিটা জবর দখল ও হুমকির অভিযোগ : সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দিতে বসতভিটা জবর দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) ওই উপজেলার হিন্দুকান্দি গ্রামের অরুণ কুমার সাহা এই সংবাদ সম্মেলন করেন।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, হিন্দুকান্দি গ্রামের আব্দুল হামিদ সরদার সাবেক পৌর মেয়র ও (নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং তার ছেলে নাহিদ হাসান, মোত্তালিব ও মৌ বেগম উচ্ছেদ মামলা দায়ের করে তাদের হয়রানি করে আসছে। মোকদ্দমা চলাবস্থায় তারা আদালতে আদেশ অমান্য করে বসতভিটা জবরদখল এবং রাতের আঁধারে রাস্তায় বের করে দিয়ে বাড়িঘর লুটপাট করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
গত ২৭ নভেম্বর আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে নিষেধাজ্ঞা আদেশ প্রদান করা হয়। নিষেধাজ্ঞার আদেশ হওয়ার পরেও তারা জোর করে নির্মাণ কাজ শুরু করে। ৩০ নভেম্বর আবেদন প্রেক্ষিতে নিষেধাজ্ঞার আদেশ বলবৎ রাখার জন্য সারিয়াকান্দি থানা অফিসারকে নির্দেশ প্রদান এবং আদেশ প্রতিপালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আরও পড়ুনতারপরেও তারা আদালতের আদেশ অমান্য করে কালো টাকা ব্যবহার করে সন্ত্রাসী কায়দায় রাতের আঁধারে নির্মাণ কাজ চালিয়ে যায়। এ অবস্থায় তাদের হাত থেকে বাঁচতে, বসতভিটা ফেরত পাওয়ার জন্য এবং জীবনের নিরাপত্তা চেয়ে সবার সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন






-674c8e0a316a3_medium_1765031829.jpg)
