ভিডিও শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৩ রাত

বগুড়ার ধুনটে আখেরী মোনাজাতে মাধ্যমে ইজতেমা সমাপ্ত

বগুড়ার ধুনটে আখেরী মোনাজাতে মাধ্যমে ইজতেমা সমাপ্ত

ধুনট (বগুড়া) প্রতিনিধি: দেশ-জাতীর কল্যাণ ও পরকালের শান্তি কামনায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বগুড়ার ধুনটের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠের তিন দিনব্যাপী ইজতেমা। আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় ১১ টা ১০ মিনিটে। ঢাকা কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা রেজাউল করিম তরফদার ১০ মিনিট ধরে মোনাজাত পরিচালনা করেন। এর আগে বাদ ফজর বয়ান করেন কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা আরিফ।

মুসলিম উম্মার অন্যতম এই জমায়েতে অংশ নিতে দেশে-বিদেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা শরীক হয়েছিলেন ইজমেতায়। হাজারো মুসল্লির আমীন আমীন ধ্বনীতে মুখরিত ইজতেমা ময়দান।

আখেরী মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই হাজার হাজার মানুষের ঢল নামে ইজতেমা ময়দানে। মাঠ ছাড়িয়ে রাস্তা-ঘাট ও আশপাশের বাড়ির আনাচে-কানাচে যে যেখানে জায়গা পেয়েছেন বসে পড়েছেন মোনাতাজে অংশ নিতে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের এই আগমন অব্যাহত ছিল।

আরও পড়ুন

প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিবের নামাজের পর দেশ ও বিদেশের মুরব্বিরা বয়ান পেশ করেছেন। ইজতেমায় বেশীর ভাগ বয়ান বাংলা ভাষায় করা হয়েছে। এছাড়াও বিদেশী মুরব্বিরা আরবি ও ইংরেজী ভাষায় বয়ান করেছেন। সেগুলো দোভাষীর সাহায্যে বাংলায় অনুবাদ করে মুসল্লিদের শোনানো হয়েছে।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির জানান, শান্তিপূর্ণ পরিবেশে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে এই ইজতেমা থেকে জামাত তৈরী করে দেশের বিভিন্ন প্রান্তে দাওয়াতি কাজে বেড়িয়ে পড়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে আখেরী মোনাজাতে মাধ্যমে ইজতেমা সমাপ্ত

ক্ষমা চাইলেন স্বস্তিকা

খালেদা জিয়া নিজের ও পরিবারের কথা না ভেবে, দেশের কল্যাণের কথা ভেবেছে : রেজাউল করিম বাদশা

৭ দিন পর গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

নীলফামারীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত

রাজশাহী শিক্ষা বোর্ডে ৪৪ হাজারের অধিক শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিবে