ভিডিও শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৯ বিকাল

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে পৌর এ্যাডওয়ার্ড পার্কে জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় বগুড়ার আয়োজনে ১০ দিনব্যাপী এর মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।

বিসিক জেলা কার্যালয় বগুড়ার উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, হাজরাদিঘী স্কুল এন্ড কলেজ বগুড়ার সহকারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, নাসিব বগুড়ার সহ-সভাপতি একরামুল কবীর আহম্মেদ।

আরও পড়ুন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় বগুড়ার উপব্যবস্থাপক আবু হাশেম। মেলায় মোট ৭০টি স্টল স্থাপন করা হয়েছে। বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তাগণ এই স্টলসমূহে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেলে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

'ঢাবিতে পোষ্য কোটা বাতিল না হলে আমরা ডাকসুর দিকে আঙ্গুল তুলবো'

ক্রিকেট ও ফুটবল উভয় বিশ্বকাপে খেলবে ৭ দেশ

নওগাঁ-২ আসনে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের মোটরসাইকেল শোডাউন

নারায়ণগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিমান বিভ্রাটে যাত্রীদের বিক্ষোভ, ১১ ঘণ্টা আটকে আমির খানের সাবেক স্ত্রী