ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ রাত

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা পেলো না মানিক

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা পেলো না মানিক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: দীর্ঘ ১১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মন্ডলের। অবশেষে ধরা পড়লেন পুলিশের হাতে। গতকাল বুধবার দিবাগত রাতে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে আটক করে পাবনার চাটমোহর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মানিক চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে। তিনি ২০১৪ সালে একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে মানিক মন্ডল নিজ এলাকার জনৈক এক নারীকে ধর্ষণ করে এলাকা থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী ধর্ষিতা ওই নারী একই বছরের ১ সেপ্টেম্বর বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। এরপর পাবনার আদালতের বিচারক দীর্ঘ শুনানী শেষে মানিক মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার সাজা দেন। এদিকে দীর্ঘদিন ধরে মানিক মন্ডল ছিল ধরা ছোঁয়ার বাইরে।

আরও পড়ুন

গাজীপুরের জয়দেবপুর এলাকায় পরিচয় গোপন করে স্থানীয় একটি গার্মেন্টস এ চাকরি করতেন মানিক। এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মানিক মন্ডলকে আটক করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ঘটনার পর থেকে মানিক মন্ডল এলাকা ছেড়ে চলে যায়। দীর্ঘদিন সে পরিচয় গোপন করে পালিয়ে ছিল। অবশেষে তাকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা পেলো না মানিক

সোনামসজিদ সীমান্তে ১৫০ বোতল ভারতীয় ‘চকো প্লাস’ সিরাপ জব্দ

রংপুরে ব্রাকসু নির্বাচনে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ

বগুড়ার শিবগঞ্জে সাথী ফসল উৎপাদনে কৃষকের আগ্রহ বাড়ছে

আমরা ভেবেছিলাম অভ্যুত্থানের পর কাদা ছোড়ার রাজনীতি চলবে না: শিবিরের কেন্দ্রীয় সভাপতি

আমি নিজেও বগুড়ায় এয়ারপোর্ট চাই: বগুড়া জেলা প্রশাসক