ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৮ বিকাল

ডেঙ্গুতে গেল আরও তিন প্রাণ, হাসপাতালে ৫৬৫

সংগৃহিত,ডেঙ্গুতে গেল আরও তিন প্রাণ, হাসপাতালে ৫৬৫

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৬৫ জন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাপসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৬২৭ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৪০৩ জন। এছাড়া চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন মোট ৩৯৪ জন।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২৫৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
এছাড়া বরিশাল বিভাগে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে গেল আরও তিন প্রাণ, হাসপাতালে ৫৬৫

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন টুকু

বিশ্বরেকর্ড গড়লেন মিচেল স্টার্ক

বগুড়ার শেরপুরে দুর্বৃত্তের আগুনে ২টি খড়ের পালা পুড়ে ছাই

বড়পর্দায় তৌসিফ নায়িকা তুষি

নিখোঁজের ১৩ ঘণ্টা পর প্রতিবেশীর ঘরে মিললো শিশুর মরদেহ