পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বোমা বিস্ফোরণে নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের আফগানিস্তান সীমান্তের কাছে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত ও দুইজন আহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) অস্থিতিশীল খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এ বিস্ফোরণ হয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনায় এএসআই গুল আলম, কনস্টেবল রফিক এবং মোবাইল ভ্যানের চালক সাখি জান নিহত হয়েছেন।
এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) বন্নু শহরে বন্দুকধারীদের হামলায় একজন স্থানীয় প্রশাসক ও দুই পুলিশ নিহত হন। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে, টিটিপি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। দেরা ইসমাইল খান শহরের পুলিশ কর্মকর্তা আলি হামজা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে ঘটানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
আরও পড়ুনএদিকে বোমা হামলার জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)কে দোষারোপ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। দীর্ঘদিন ধরে প্রদেশটিতে হামলা চালিয়ে আসছে এই সংগঠনটি। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে টিটিপিকে নিরাপদ আশ্রয় দিচ্ছে কাবুল যা তালেবান কর্তৃপক্ষ অস্বীকার করে। সূত্র : আল-জাজিরা
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক



_medium_1764773194.jpg)



