ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৩ রাত

নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে : হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত, নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নেতৃত্বের ফয়সালা আসমান থেকেই আসে, জমিনে বসে কেউ তা নির্ধারণ করতে পারে না। যারা নেতৃত্ব ঠিক করে দিতে চায়, তারা শত চেষ্টা করেও জমিনের নেতৃত্ব নির্ধারণ করতে পারবে না, আমরা কেবল উসিলা। 

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের এক পথসভায় এসব কথা বলেন তিনি । 

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নির্বাচনে আমি যদি ১০টা ভোটও পাই তবু দেবীদ্বার আমি ছেড়ে যাব না। যদি হেরেও যাই তারপরও আমি দেবীদ্বারের মানুষের সঙ্গে থাকব। এ দেবীদ্বার আমার অস্তিত্ব, এখানকার মাঠ-ঘাট, আলো-বাতাস আমার অক্সিজেন। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আমি এসেছি সবার সঙ্গে পরিচিত হতে, দোয়া চাইতে।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, “যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব গড়ে উঠেছে খেটেখাওয়া মানুষের হাত ধরে। যারা শ্রমিক, যারা আমার বাবার মতো রাজমিস্ত্রি-কাঠমিস্ত্রি ছিলেন, তারাই নেতা বানিয়েছেন। অথচ সমাজের উচ্চশ্রেণির কিছু মানুষ এসব পরিশ্রমী মানুষকে মানুষই মনে করেন না, ‘কামলা’ বলে অপমান করেন। আমি সেই অবহেলিত, বঞ্চিত মানুষগুলোর সন্তান হিসেবেই আজ নির্বাচনে দাঁড়িয়েছি। আজ থেকে আমার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট দলের সমাবেশ থেকে ফেরার পথে নিহত ২, আহত ১০ জন

নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে : হাসনাত আবদুল্লাহ

পাকিস্তানি অলরাউন্ডারকে দলে ভেড়াল রংপুর রাইডার্স

দেশের ক্রান্তিলগ্নে ভূমিকা রেখেছে আলেম সমাজ : উপদেষ্টা আসিফ

বরখাস্ত হলেন রাবির তিন শিক্ষক, দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

রানের পাহাড় গড়েও দক্ষিণ আফ্রিকার কাছে হারলো ভারত