পাকিস্তানি অলরাউন্ডারকে দলে ভেড়াল রংপুর রাইডার্স
স্পোর্টস ডেস্ক : বিপিএল নিলাম শেষ হলেও নতুন খেলোয়াড় দলে ভেড়াচ্ছে দলগুলো। তারই ধারাবাহিকতায় পাকিস্তানি তারকা ফাহিম আশরাফকে দলভুক্ত করেছে রংপুর রাইডার্স। এই অলরাউন্ডার এবার বিপিএল মাতাবেন রংপুরের হয়ে।
ফাহিম আশরাফকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এর আগেও বিপিএলে খেলেছেন ফাহিম আশরাফ। সর্বশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে উজ্জ্বল পারফর্ম করেছিলেন তিনি। ব্যাট হাতে ২৭৮ রানের পাশাপাশি বল হাতে ২০ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।
পাকিস্তান জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন ফাহিম। দেশটির হয়ে ৭৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১৩৪.০৮ স্ট্রাইক রেটে ৫৩৫ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৬০ উইকেট। বিপিএল ছাড়াও বিগ ব্যাশ, টি-টোয়েন্টি ব্লাস্টের মতো টুর্নামেন্টে খেলেছেন ফাহিম।
আরও পড়ুন
মন্তব্য করুন


_medium_1764776021.jpg)

_medium_1764774692.jpg)




